সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জের পল্লীতে ক্ষেতে পানি দিতে গিয়ে মেশিনের তারের স্পর্শ লেগে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
কৃষক কামরুজ্জামান খোকন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের রমজান আলীর ছেলে।
কালিগঞ্জ থানার ইনসপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাশে নিজ বাড়ি-সংলগ্ন ফসলের ক্ষেতে কাজ করছিলেন। ওইসময় তিনি স্ত্রীকে পানি দেওয়া মেশিনের মোটরের সুইচ অন করতে বলেন।
ওই সময় বিদ্যুতের তারে হাত থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনাস্থলেই মারা যান।