মাগুরা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ ও 'মৌলবাদী, ফতোয়াবাজদের' বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াজুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মৃধা, পৌর কমিটির সাধারণ সম্পাদক অরূপ দত্ত, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
এসময় তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহিত কর্মসূচি নস্যাত করার জন্য নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারী ফতোয়াবাজরা। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।