সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে দিনদুপুরে চুরি হওয়া নবজাতক শিশু সোহানকে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে সদর থানার পুলিশ ও পিবিআই পুলিশ পৃথকভাবে চুরি হওয়া শিশুটি উদ্ধারে কাজ শুরু করেছে।
দুপুরে শিশুটির বাবা সোহাগ হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকার মানুষ ভীড় জমাচ্ছেন বাড়িতে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, 'অত্যন্ত দরিদ্র পরিবার হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফতেমা দম্পতি। তাদের ১৫ দিনের নবজাতক মায়ের পাশ থেকে বৃহস্পতিবার বিকেলে চুরি হয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে কয়েক দফায় এলাকায় গিয়েছি। তবে, শিশুটির এখনো সন্ধান পাওয়া যায়নি।'
শিশুটির মা ফতেমা খাতুন তার ১৫ দিনের বাচ্চা সোহানকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।