কুষ্টিয়া প্রতিনিধি : পাঁচটি বগি লাইনচুতির ঘটনার ২৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে।
রেলের শতাধিক শ্রমিক-কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমের পর আজ বিকেল চারটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী-১ বীরবল মণ্ডল জানান, শুক্রবার বিকেল পাঁচটায় উদ্ধার কাজ শুরু হয়। রেলের শতাধিক শ্রমিক-কর্মকর্তা বিরতিহীনভাবে কাজ করে দুর্ঘটনাস্থলের লাইন থেকে একে একে পাঁচটি বগি উদ্ধার করেন। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনগুলো মেরামতের পর আজ বিকেল চারটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশন-সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের লাইন। এই ঘটনায় কুষ্টিয়ার সাথে রাজবাড়ী জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মালবাহী ট্রেনটিতে মোট ২২টি বগি আছে। প্রতিটি বগি গমভর্তি ছিল। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটিও গঠন করে রেল কর্তৃপক্ষ। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে।