মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে ইউরিনকো জুটমিল নামে একটি কারখানা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারখানাটি উদ্বোধন করেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নবাব আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল। এসময় উপস্থিত ছিলেন শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্যা, সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশিরকুমার শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, এখানে এই জুটমিল তৈরি হওয়ায় এলাকার বেকার সমস্যা সমাধান হবে। সেই সাথে অন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আরো শিল্প স্থাপনে উৎসাহিত হবেন।