লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে লোহাগড়া বাজারের রামনারায়ণ পাবলিক লাইব্রেরির নিচতলায় এই ব্যাংকের উদ্বোধন করেন ব্যাংকের ভিপি ও খুলনা অঞ্চলের প্রধান ফকির আকতারুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মওলানা মাসুমবিল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, লোহাগড়া উপশাখার ব্যবস্থাপক শাহাজান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান বাচ্চু, সিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফকির ওহিদুজ্জামান, লাইব্রেরির সহ-সভাপতি আবুল খায়ের ও সাবেক সম্পাদক সৈয়দ আকরাম আলী প্রমুখ।