স্টাফ রিপোর্টার : যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের আবেদন আহ্বান করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর কাছে এ আবেদন করতে হবে। শনিবার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলটির নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন।