সুবর্ণভূমি ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে ইলেকট্রিক ডিভাইসযুক্ত একটি 'শক্তিশালী বোমা' পাওয়া গেছে। পুলিশের একটি বিশেষ টিম বোমাটি ঘিরে রেখেছে।
নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাইপুর গ্রামের ভেতরে একটি সড়কের পাশে স্থানীয় লোকজন লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ইলেকট্রিক ডিভাইসযুক্ত বোমাসদৃশ ওই বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেটি 'শক্তিশালী বোমা' বলে শনাক্ত করে এর আশপাশে বালিভর্তি বস্তা দিয়ে ঘিরে দেয়।
রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, সকালে খুলনা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে উদ্ধার করবে। তবে কে বা কারা সেখানে 'বোমাটি' রেখেছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
সূত্র : এনটিভি