পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কঠোর অবস্থান নিয়েছেন পাইকগাছা উপজেলা প্রশাসন।
ঘরের বাইর হলেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১৬টি মামলায় ২৫ ব্যক্তিকে পাঁচ হাজার ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন ব্যক্তিকে আটক করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইনসপেক্টর উদয়কুমার মণ্ডল, পেশকার দীপংকরপ্রসাদ মল্লিক ও প্রতুল জোয়ার্দার।