মাগুরা প্রতিনিধি : করেনাকালে সকল ধরনের শিক্ষা ফি মওকুফের দাবিতে মাগুরায় মানববন্ধন ও মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাগুরা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার আহ্বায়ক ভবতোষ বিশ্বাস জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সংগঠনের সংগঠক কেয়া বিশ্বাস ও ছাত্রফ্রন্ট সংগঠক ঐশী বিশ্বাস ।
নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দেশের অধিকাংশ শিক্ষার্থীর এনড্রয়েড ফোন, কম্পিউটার, ডাটা কেনার সামর্থ্য নেই। গ্রাম অঞ্চলগুলোতে ইন্টারনেটের গতিও ভালো না। ফলে অনেক শিক্ষার্থীর পক্ষেই অনলাইন ক্লাস করা সম্ভব হচ্ছে না। আবার অধিকাংশ পরিবারের পক্ষেই গৃহশিক্ষক রেখে সন্তানদের পড়ানো সম্ভব নয়। এ অবস্থায় শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়া রোধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা জরুরি।