মাগুরা প্রতিনিধি : মাগুরায় চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) গভীর রাতে শহরের দেয়াপাড়া এলাকা থেকে মাহিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহিন শহরের দোয়ারপাড় এলাকা মৃত মান্নান শেখের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, রোববার সন্ধ্যায় সদরের ইছাখাদা এলাকার সুমন হোসেন শহরের বেবিপ্লাজা মার্কেটের সামনে তার ১৫০সিসির পালসার মোটরসাইকেল রেখে কেনাকাটার জন্য ভিতরে প্রবেশ করেন। এসময় অজ্ঞাতনামা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সুমন হোসেন থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই শহরের দোয়ারপাড় এলাকা থেকে চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেফতার করে। পরে মাহিনের স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ জেলার পবাহাটি কলারহাট এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।