এস আলম তুহিন, মাগুরা : ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভার নির্বাচন। তফসিল ঘোষণার পরপরই পৌরসভার নয়টি ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। শহরের চায়ের দোকান, বাজারে সর্বত্র মানুষের মুখে নির্বাচনী আলাপন। ইতোমধ্যে মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ছয় প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ কেউ শহরে পোস্টার সেঁটে জানান দিচ্ছেন। নাগরিকদের নানা প্রতিশ্রুতি দিয়ে অনেকেই ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, শুভেচ্ছাবিনিময় ও সভা করছেন। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে শুরু করেছেন লবিং।
বর্তমান মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বলেন, 'নির্বাচিত হওয়ার পর নাগরিকদের নানা সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আমার বাবা এ পৌরসভায় চেয়ারম্যান থাকাকালে যেমন মানুষের সাথে ছিলেন, আমিও সেবা দিতে দিনরাত পরিশ্রম করছি। গত পাঁচ বছরে পৌরসভার উন্নয়নে নানা কাজ করেছি। আশা করছি, এবারো মনোনয়ন পাব।'
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান বলেন, '১৯৮৯ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অনেক বাধা-বিপত্তি সহ্য করে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে আধুনিক পৌরসভা গড়ে তোলার পরিকল্পনা আছে আমার।'
দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, 'আমি স্বচ্ছ রাজনীতি পছন্দ করি। সত্য ও ন্যায়ের পথে সবসময় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছি। মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে।'
দলের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, 'মেয়র পদে মনোনয়ন পেতে চেষ্টা করছি। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিকদের সাথে শুভেচ্ছাবিনিময় করছি।'
কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ মিয়া দীপ বলেন, 'মাগুরা পৌরসভার এখনো অনেক ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই আমি নির্বাচিত হলে পৌরসভার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।'
মনোনয়ন পেতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা ইউনিটের (এসএসএফ) ডেপুটি ডাইরেক্টর পাইলট রফিকুল ইসলাম কামাল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির একজন সদস্য হিসেবে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট। দলীয় রাজনীতিতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। মাগুরার তরুণদের মধ্যে ইতোমধ্যে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।
রফিকুল ইসলাম কামাল বলেন, 'চাকরিজীবনে সর্বক্ষেত্রে সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করেছি। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ডেপুটি ডিরেক্টর হিসেবে প্রধানমন্ত্রীর সাথে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি। তার কাছ থেকে অনেককিছুই শিখেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে পৌর নাগরিকদের সাথে শুভেচ্ছাবিনিময় ও গণসংযোগ করেছি। নাগরিকদের কাছ থেকে পেয়েছি অনেক সাড়া। আগামী নির্বাচনে আমি মেয়র নির্বাচিত হলে নিট এবং ক্লিন পৌরসভা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমার।'
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।
<!--[if gte mso 9]><xml>