মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মহেশপুরে ৮৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮৪ জন শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের পক্ষে শীতবস্ত্র গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে স্থানীয় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শীতবস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, সামছুদ্দিন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসাহক আলী, কৃষ্ণপুর দালিখ মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেম, মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম, যাদবপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান প্রমুখ।
উপজেলার ৪৮টি মাধ্যমিক বিধ্যালয়, দশটি কলেজ ও ২৫টি মাদরাসার শিক্ষার্থীদের এ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।