মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : হালখাতা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সংগে মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-ভৈরবা সড়কের শাকিল মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম (৫০) ও ছেলে আশিকুর রহমান (২২) খালিশপুর থেকে হালখাতা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শাকিল মোড়ে ভৈরবা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়।
নিহতদের লাশ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম বলেন, ‘আমরা বাসটি আটক করেছি। তবে চালক ও হেলপারকে আটক করতে পারিনি। তারা পলাতক রয়েছে।’