মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : রায়হান হোসেন (৩৫) নামে ‘এস কে এফ ফার্মা’ নামে একটি ওষুধ কোম্পানির এক প্রতিনিধি মারধরের শিকার হয়েছেন। তার অভিযোগ, ছিনতাইকারীরা তাকে পিটিয়ে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনার সময় তিনি কোম্পানির টাকা জমা দিতে বাজারে আসছিলেন। পথচারীরা আহত অবস্থায় রায়হান হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন।
এঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পশু হাসপাতালপাড়ার চৌধুরীবাড়ির সামনের রাস্তায়।
আহত রায়হান হোসেন বলেন, ‘আমি কোম্পানির টাকা বুঝিয়ে দিতে বাড়ি থেকে বাজারে আসছিলাম। পথের তিন ব্যক্তি আমাকে দাঁড় করিয়ে পেটাতে থাকে। এসময় তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি জানান, তিন দুর্বৃত্তের মধ্যে একজনের মুখ বাঁধা ছিল।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইন্দ্রানী রায় জানান, আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটা কোনো ছিনতাইয়ের ঘটনা না। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে।