স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নেতারা বলেন, বর্তমান সরকার ধর্মবিরোধী নয়। সরকার ধর্মীয় অবকাঠামো নির্মাণে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। মুর্তি ও ভাস্কর্যের মধ্যে যে পার্থক্য রয়েছে তা না বুঝেই ধর্মান্ধ একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মামুনুল হকসহ যারা বিভ্রান্তিমূলক কটুকথা বলছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ হয়।