অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকার ৭৫ অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন পৌরমেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, শাহ্ জোবায়ের, মিজানুর রহমান মোল্যা, জিয়াউদ্দিন পলাশ, সংরক্ষিত আসনের কাউন্সিলর আসমা বেগম, শিরিনা খাতুন, রাশেদা খানম লিপিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পৌরসভার মোট ৭৫ প্রতিবন্ধীকে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়েছে।