নড়াইল প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে জমিসহ ঘর পাচ্ছেন ১০৫জন হতদরিদ্র।
বৃহষ্পতিবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্রদের এ জমি ও ঘর প্রদান করা হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সারাদেশে একযোগে জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন জেলা ও উপজেলা পর্যায়ে গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।