নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোর ছয়টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।
নিহত এনামুল শেখ লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই ইদ্রিস শেখ জানান, এনামুল শেখ যশোর মোকাম থেকে আলু, মরিচসহ বিভিন্ন সবজি নিয়ে নছিমনযোগে নড়াইলে এনে বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করতেন। রোববার ভোর রাতে তিনি সবজি আনতে নসিমন নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা হন। নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এনামুল নসিমন থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নসিমনে থাকা আরো এক কিশোর আহত হন। তবে নসিমন চালক জাহিদুর রহমান সুস্থ আছেন।
স্থানীয় ইউপি সদস্য শারফুজ্জামান বোরাক ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, নিহত এনামুল খুবই ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এনামুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।