নড়াইল প্রতিনিধি : নড়াইলে ডিজিটাল পোস্ট ই-সেন্টারের সাতটি ল্যাপটপ, দুটি পিসি, একটি হার্ডডিস্কসহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে।
আজ দুপুরে নড়াইল সদরের আওড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা রামচন্দ্রপুরের আফজাল শেখের ছেলে মো. রাসেল শেখ বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালে দত্তপাড়া বাসস্ট্যান্ডের ডৌয়াতলা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের তালা খুলে দেখতে পাই, সাতটি ল্যাপটপ, দুটি পিসি, একটি হার্ডডিস্কসহ নগদ ৩০ হাজার টাকা চুরি গেছে। ছাদের টিন ও বেড়া কেটে ভেতরে ঢুকে সরকারের ডাক বিভাগ থেকে পাওয়া এসব মেশিনারিজ চুরি করে দুর্বৃত্তরা। তখনই আমার এলাকার চেয়ারম্যান, মেম্বার ও বিশিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানাই।’
তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে নড়াইল সদর থানায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এএসআই আসলামকে দিয়ে ঘটনার স্থান পরিদর্শন করিয়েছি। অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে এসআই রজতকে মামলার দায়িত্ব দিয়েছি।’