নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রাজধানীপাড়ায় কিশোরীদের অংশগ্রহণে নবান্ন উৎসব হয়েছে।
এ উপলক্ষে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে কলার পাতায় নতুন ধানের পায়েস, নাড়ু ও হরেক রকম পিঠা খেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন অনুষ্ঠানের অতিথিসহ কিশোরীরা। এছাড়া গ্রামীণ খেলাধুলাসহ আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরএফ নড়াইল শাখার ব্যবস্থাপক প্রভাতকুমার, প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীণা, মনিকা অ্যাকাডেমির পরিচালক সবুজ সুলতান প্রমুখ।
এর আগে গত রোববারও আরআরএফ এর উদ্যোগে একই স্থানে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।