কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে পড়ে হুসাইন (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হুসাইন নিশ্চিন্তপুর এলাকার নাহিদ হোসেনের ছেলে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টার দিকে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর বাবা নাহিদ হোসেন জানান, সকাল নয়টার দিকে বাড়ির পাশেই খেলা করছিল হুসাইন। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে হুসাইনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।