ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি। দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহিদমিনারে নামে মানুষের ঢল।
সেসময় রাত ১২ টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদমিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে ভাষা শহিদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা। এরপর একে একে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রভাতফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনাসভা।