চৌগাছা (যশোর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চৌগাছায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের তিনটি শাখায় ‘সেবা মাস’ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ব্যাংকের শাখা তিনটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
চৌগাছা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক ও চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
সলুয়া শাখা কার্যালয়ের অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক সালাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
এ ছাড়া উপজেলার পুড়াপাড়া শাখায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তোতা মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাংকের সেবা মাস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনালী ব্যাংকের সেবা পেতে এখন আর দালাল লাগে না। গ্রাহকরা সরাসরি ব্যাংকে গিয়ে সেবা নিচ্ছেন। সেবা পেতে গ্রাহকদের হয়রান হতে হচ্ছে না। করপোরেট জগতের সাথে তাল মিলিয়ে ব্যাংকের সেবা আধুনিক করা হয়েছে।