চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে রোমেলা (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে দশটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী আন্তঃনগর ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান।
নিহত রোমেলা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সবদুল হোসেনের স্ত্রী।
নিহতের বোনের ছেলে সবেদ আলী জানান, বৃদ্ধা রোমেলা এক নিকট-আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে গিয়েছিলেন। ওই গ্রাম থেকে ফেরার পথে ট্রেনলাইন পার হওয়ার সময় তিনি চলন্ত ট্রেনে কাটা পড়েন। তার মরদেহ সেখান থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।