সুবর্ণভূমি ডেস্ক : গোলাগুলির ঘটনার পর লন্ডন ব্রিজ ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার বেলা দুইটার দিকে সেন্ট্রাল লন্ডনে একদল লোকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এক নিরাপত্তাকর্মীর বরাতে গণমাধ্যম বলছে, একদল লোক একজনকে কোপানোর পর পুলিশ সন্দেহভাজন একজনকে গুলি করেছে।
টুইটার বার্তায় পুলিশ বলছে, এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এটিকে বড় ঘটনা হিসেবে ঘোষণা করে ঘটনাস্থলে বেশ কয়েকজন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলে লন্ডন অ্যাম্বুলেন্স জানিয়েছে।
২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি মেরে আটজনকে হত্যা করেছিল।
সূত্র : রয়টার্স, বিডিনিউজ