খুলনা অফিস : খুলনার রূপসায় আনন্দ মোহন ঘোষ (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর বাজার-সংলগ্ন সমীরচন্দ্র বিশ্বাসের বাড়ি থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া।
আনন্দমোহন ঘোষ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মৃত সুশীলচন্দ্র ঘোষের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।