কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পশুহাট মোড়-সংলগ্ন দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বের হওয়া প্রচার মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আগামি ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোট দিয়ে জয়যুক্ত করে পৌর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।