অভয়নগর (যশোর) প্রতিনিধি: ভবদহ অঞ্চলের অভয়নগর ও মণিরামপুর উপজেলার প্রায় ২০ গ্রামের জলাবদ্ধতার শিকার পানিবন্দি হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের ব্লক ও পলি অপসারণের কাজ সম্পন্ন করেছেন।
প্রায় দশদিন ওই খালে স্বেচ্ছাশ্রমে কাজ করার পর শনিবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে 'আমডাঙ্গা খালের স্থায়ী সমাধানকল্পে করণীয়' শীর্ষক এক মতবিনিময়সভা হয়।
সভার সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুল। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. কামরুজ্জামান, আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, বিকাশ রায় কপিল, বিষ্ণুপদ দত্ত, শেখরচন্দ্র, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, মাস্টার ফিরোজ আলম, শ্রমিকনেতা নজরুল ইসলাম সরদার, অধিরকুমার পাঁড়ে, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মশিয়ার রহমান, আক্তারুজ্জামান, শফি কামাল, আমডাঙ্গা খাল খনন কমিটির আহবায়ক ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।