চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ নয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার ফুলসারা ইউনিয়নের সিট চারাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল, যশোর জেনারেল ও চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন, মৃত নুরুজ্জামানের ছেলে মন্টু মিয়া, মৃত সমর আলীর ছেলে জিয়ারুল হক, লিটন হোসেনের স্ত্রী ঝরনা বেগম, শেখ আব্দুল আজিজের ছেলে আরিফুল ইসলাম, ইয়াকুব আলীর স্ত্রী আনোয়ারা বেগম, ইউছুপ আলীর স্ত্রী আনু বেগম, আব্দুর রাজ্জাকের স্ত্রী রোজিনা বেগম, মৃত জেহের আলীর ছেলে রুহুল আমিন, আব্দুল আজিজের স্ত্রী হাজেরা বেগম।
আহতদের উদ্ধার করে আনু বেগম, আনোয়ারা, মিন্টু, জিয়ারুল ও ঝরনাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আনু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তার। এছাড়া অন্যদের চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহত রুহুল আমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি-জামা সংক্রান্ত বিষয়ে গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল বারিকের সঙ্গে আমার বিরোধ চলছিল। মঙ্গলবার বারিকের নেতৃত্বে আমাদের ওপর দেশি অস্ত্রশস্ত্রসহ হামলা করে সন্ত্রাসীরা।’
তিনি জানান, হামলার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহত রোজিনা বলেন, ‘আমি লিভার জন্ডিস রোগে আক্রান্ত। রক্তশূন্যতায় ভুগছি। বারিকের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের বাড়ির মধ্যে এসে মারপিট করে আহত করেছে।’
ফুলসারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটেছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করি। কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’