কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা হয়েছিল।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে বলা হচ্ছে। এসময় ডাকাতরা দুটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার এবং মুরগির বাচ্চাবাহী একটি গাড়ি থেকে মোবাইল, স্বর্ণাংকার ও নগদ টাকা লুট করে।
সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার দিবাগত রাতে লাউতলা ও চারমাইল এলাকার মাঝামাঝি মাঠের মধ্যে ডাকাতরা গাছ ফেলে পথ আটকে দেয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে ডাকাতরা।
যাত্রীদের অভিযোগ, ঘটনার সময় সড়কে থাকা টহল পুলিশকে খবর দিলেও তারা যাত্রীদের সহযোগিতা করেনি।
তারা বলছেন, ডাকাতরা সবকিছু লুটে নির্বিঘ্নে চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা গাছ পরিষ্কার করার কাজে সহযোগিতা করে।
ডাকাতের কবলে পড়ে সবকিছু হানারোদের একজন ট্রাকচালক সোহাগ। যিনি কাজি ফার্মের মুরগির বাচ্চা বহন করা গাড়ির চালান। তার গাড়ির নম্বর ঢাকা মেট্রো ই ১১-৪২৯৬।
ট্রাকচালক সোহাগ বলেন, ‘আমি গোপালপুর থেকে মুরগির বাচ্চা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলাম। পথে ডাকাতরা গাছ ফেলে আমার পথ রোধ করে। ডাকাতরা গলায় ধারালো দা ধরে আমাকে ও আমার হেলপারকে জিম্মি করে। তারা আমাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়।’
কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলছেন, ডাকাতির কোনো ঘটনা জানা নেই। রাতে ওই সড়কে দায়িত্বে থাকা পুলিশে কর্তকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন ওসি আতিকুর।
ঘটনার রাতে ওই সড়কে দায়িত্বে থাকা পুলিশের এসআই অমিত বলেন, ‘ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। কিন্তু আমাদের তৎপরতায় তারা ব্যর্থ হয়।’