কেশবপুর প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে কেশবপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। এই কর্মসূচি চলবে দুইদিন।
সোমবার সকালে কর্মবিরতি শুরু হয়েছে। পৌরকর্মীরা কেবল পানি সরবরাহ ছাড়া সব ধরনের নাগরিক সেবাদান থেকে বিরত থাকছেন। পরিচ্ছন্ন কর্মীরাও শহর পরিচ্ছন্ন কাজে নেননি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী একরামুল হকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে দপ্তরের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী উত্তম মজুমদার, হিসাব কর্মকর্তা আবু নাসের মো. মোস্তফা কামাল, হিসাবরক্ষক মো. মফিজুর রহমান, কর আদায়কারী পলাশ সিংহ, কার্য সহকারী মো. হাফিজুর রহমান প্রমুখ।
আগামীকাল মঙ্গলবারও এ কর্মসূচি পালিত হবে বলে পৌর কর্মকর্তা-কর্মচারী সংঘের নেতারা জানিয়েছেন।