কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পর্শে হোসাইন রহমান (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে নিজের বাড়িতে ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যায়।
সে মহেশপুর পৌরসভাধীন পাতিবিলা গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। তার মা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম। এছাড়া সে মহেশপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় সে নিহত হয়।