স্টাফ রিপোর্টার : বড়ভাই মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাকপ্রতিবন্ধী ছোটভাই শাহানূর রহমানকে (১৮) মারধর ও ছুরিকাঘাত করেছে কয়েক মাদক ব্যবসায়ী। রবিবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
একইসাথে দুর্বৃত্তরা ছেলেটির প্রতিবন্ধীভাতার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হচ্ছে।
আহতের ভাই আবু বক্কর সাংবাদিকদের বলেন, যশোর সদরের বালিয়াডাঙ্গা আদর্শপাড়া এলাকার বাহার, রুবেল, জুয়েল ও তালেব মাদক ব্যবসা করে। আমি তাদের মাদক বিকিকিনিতে বাধা দেই। তারা আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ২৮ জুলাই রাতে তারা আমার ভাইকে নীলগঞ্জ ব্রিজের কাছে পেয়ে মারধর ও তার মাথার পেছনে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ব্রিজের নীচে ফেলে চলে যায়।
দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রতিবন্ধীভাতার চার হাজার টাকাও নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিই।
হাসপাতালের সার্জারি ডাক্তার অহিদুল ইসলাম ইমন জানান, আহত যুবক আশঙ্কামুক্ত।
সোমবার সকালে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনাটি তার জানা নেই বলে জানান। তিনি এ বিষয়ে খোঁজ খবর নেবেন বলে জানান।
আহত শাহানূর রহমান যশোর শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা আদর্শপাড়ার মশিয়ার রহমানের ছেলে।